নিজস্ব সংবাদদাতা: মুম্বই-হাওড়া মেলকে টাইমার বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। প্রায় ৪:০০ AM, অফ-কন্ট্রোল এই বার্তাটি পেয়েছে। যার ফলে থমথমে ভয়ের পরিস্থিতি তৈরি হয়। ট্রেন নম্বর ১২৮০৯ ট্রেনটি জলগাঁও স্টেশনে থামিয়ে চেক করা হয়েছিল। এতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এর পরে, ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। CPRO, সেন্ট্রাল রেলওয়ে এই বিষয়ে জানিয়েছেন। ঘটনায় আরও তদন্ত চলছে।