মুম্বইয়ে নতুন ব্রীজের সূচনা, যানজট মুক্ত বাণিজ্য নগরী

আগে মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা যেতে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dxc

File Picture

নিজস্ব সংবাদদাতা: কোস্টাল রোডকে বান্দ্রা-ওরলি সি-লিঙ্কের সাথে যোগ করে দিচ্ছে আর্চ ব্রিজ। এবার বান্দ্রার সাথে যোগাযোগ আরও মলিন হয়ে যাবে বলেই মনে করছে মহারাষ্ট্র সরকার। এদিন সেই আর্চ ব্রিজের উদ্বোধন প্রসঙ্গে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “এই প্রকল্পে যাত্রাপথ সহজ হয়ে যাবে। আগে মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা যেতে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগত, কিন্তু এখন এটি একটি সহজ যাত্রা হয়ে যাবে। মাত্র ১০ মিনিটের জন্য এটি একটি খুব আরামদায়ক যাত্রা হতে চলেছে। আর মুম্বাইয়ের মানুষের জন্য একটি অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্প যা এই রুটে বাম্পার টু বাম্পার চলত। কিন্তু আজ আমরা দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এতে সময় বাঁচবে যাত্রীদের, মানুষের জ্বালানি কমবে, সিগন্যাল-মুক্ত যান চলাচল হবে। আমরা যখন এই প্রকল্পটি ভেবে ছিলাম, তখন বলেছিলাম যে ট্রাফিক ফ্রি যাত্রা হতে চলেছে মহারাষ্ট্রে। আর আজ উদ্বোধন করে ১৩ তারিখ থেকে সাধারণ যাত্রীর জন্যে আমরা খুলে দিচ্ছি এই ব্রীজ। এটাই আমাদের প্রতিশ্রুতি। আগামী ২ বছরের মধ্যে, পুরো মুম্বাইয়ে সম্পূর্ণ কংক্রিটের রাস্তা থাকবে, সেখানে একটিও গর্ত থাকবে না এবং মুম্বাই সম্পূর্ণভাবে গর্তমুক্ত হবে”। 

Adddd