নিজস্ব সংবাদদাতা: রাতভর আতশবাজির ফল। প্রবল ধোঁয়ায় ঢাকল বাণিজ্যনগরী। মুম্বাইয়ের কুয়াশাচ্ছন্ন স্তর সকাল থেকেই দেখা যায়। কারণ হিসেবে বলা হয়েছে, সামগ্রিক বায়ুর গুণমান 'খুব খারাপ' বিভাগে রয়েছে। তাই মুম্বইয়ের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বেলা গড়ালেও বদলায়নি সেই চিত্র।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)