মুম্বইয়ে ইভিএম সম্পর্কে বিশেষ ঘোষণা করে দিলেন জেলা কালেক্টর

'সেই কার্যকলাপটি সমস্ত রাজনৈতিক দলের সামনে করা হয়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vote counting.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে ইভিএম সম্পর্কে, জেলা কালেক্টর রাজেন্দ্র শঙ্কর ক্ষীরসাগর এদিন বলেন, “ভারতে ইভিএম একটি নির্ভুল ব্যবস্থা। প্রকৌশলীরা ভোট দেওয়ার আগে একটি প্রথম স্তরের চেক করেন। সেই কার্যকলাপটি সমস্ত রাজনৈতিক দলের সামনে করা হয়। তারপরে র‍্যান্ডোমাইজেশনও হয়। যে ইভিএমটি বিধানসভা কেন্দ্রে দেওয়া হয় দলীয় প্রতিনিধিদের সামনে এবং তারপরে তা সিলগালা করা হয়। কোন ভোট কেন্দ্রে যাবে এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি বা প্রার্থীরা তা স্থির করে। তাদের প্রতিনিধিরাও উপস্থিত থাকে তারপর ইভিএম পাঠানো হয় এবং 'চক্রিকা' নামের একটি অ্যাপের মাধ্যমে তাদের গতিবিধি ট্র্যাক করা হয়। সবকিছু স্বচ্ছ ও প্রকাশ্যে হয়। আগামীকাল সকাল সাড়ে ৫ টায় প্রতিনিধিদের সামনে একটি মক পোল হবে। ভোটের পুরো দিনই প্রার্থীদের প্রতিনিধিদের সামনে থাকবেন। ইভিএমে কোনো অসঙ্গতি থাকার সম্ভাবনা নেই। কারিগরি বা প্রশাসনিক চেকআপ অনুযায়ী তা সম্ভব নয়। নির্বাচন কমিশনের নির্দেশেই এই সব হচ্ছে”।

evm.jpg