মুম্বই নৌকা দুর্ঘটনা, উদ্ধার কাজ শেষ, খোঁজ চলছে সঠিক কারণের

আহতরা অনেকেই হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dxc

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বাই নৌকা দুর্ঘটনার পেরিয়েছে বেশ কিছু ঘণ্টা। গতকাল জওহর দ্বীপের (কসাই দ্বীপ) কাছে বিকাল ৩:৫৫ মিনিটে 'নীলকমল' যাত্রীবাহী জাহাজের সঙ্গে নৌবাহিনীর একটি নৌকার সংঘর্ষ হয়। আর তাতেই ডুবে যায় নৌকাটি। জাহাজের অবস্থাও খারাপ হয়। 

ওই ঘটনার পর ১০১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ১৩ জন প্রাণ হারিয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ১০ জন বেসামরিক এবং ৩ জন নৌবাহিনীর সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে।

mumbai ferry accident

আহতরা অনেকেই হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেন, “আমি প্রাথমিক তথ্য পেয়েছি। আনুমানিক ৩০ থেকে ৩৫ জন ওই নৌকায় ছিলেন। তাদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য হল ৫ থেকে ৭ জন এখনও নিখোঁজ রয়েছে। আমি বিশদ তথ্য পাওয়ার সাথে সাথেই হাউসে বিবৃতি দেব। প্রায় ৩.১৫-র দিকে নৌকাটি এলিফ্যান্টার উদ্দেশ্যে রওনা হয়েছিল”।

পরে অবশ্য সময়ের সাথে সাথে এই সংখ্যা বৃদ্ধি পায়। উদ্ধারকাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে কী কারণে জাহাজটি দেখতে পেল না যাত্রীবাহী নৌকা আর কেনই বা সময় থাকতে দিক পরিবর্তন করতে পারল ন, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। 

Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp