মুম্বই বিকেসি মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ড, বন্ধ হল মেট্রো চলাচল

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই আটটি দমকল ইঞ্জিন আনা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mumbaibkc-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড শুক্রবার কোটাক বান্দ্রা কুরলা কমপ্লেক্স মেট্রো স্টেশনে অস্থায়ীভাবে স্টেশনের বেসমেন্টে আগুন লাগার পরেই যাত্রী পরিষেবা স্থগিত করে দেয়। 

মুম্বই মেট্রোর তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী সেখানে উপস্থিত হয় এবং প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। সেই মোতাবেক মেট্রো পরিষেবা স্থগিত করে মেট্রো কর্তৃপক্ষ। 

যা জানা যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই আটটি দমকল ইঞ্জিন এবং দমকল বাহিনীর অন্যান্য যান ঘটনাস্থলে আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিকেসি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ করে দিয়ে যে সকল যাত্রীরা সেই সময় মেট্রো ধরার জন্যে স্টেশনে অপেক্ষা করছিলেন, তাঁদেরকে সাময়িক সতর্কীকরণের মধ্য দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি এই অগ্নিকাণ্ডে।

kolkata-metro-line-1_0_1200

দমকলের তরফে জানা যাচ্ছে, আগুনের সূত্রপাত হয় রাত ১টা ১০ নাগাদ। এটি স্টেশনের ভিতরে ৪০-৫০ ফুট গভীরে প্রথম সূত্রপাত হয়। তারপর সেই আগুন ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। দুপুর আড়াইটে নাগাদ তার ধোঁয়া দেখা যায় মেট্রো স্টেশনের মধ্যে।

বিকেসি মেট্রো স্টেশনটি মুম্বইয়ের প্রথম আন্ডার গ্রাউন্ড মেট্রো যা আরে কলোনি এবং বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। আর আরে কলোনি আর বিকেসি স্টেশনের মাঝে দশটি স্টেশন পড়ে। যার সাথে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ২ ও যোগাযোগ স্থাপন করে। ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকেই।