মুম্বইয়ে অভিশপ্ত ২৬/১১ ঘটনার দিনটি ইতিহাসের পাতায় কালো দিন হিসাবে থেকে যাবে। আরও একটা বছর পেরিয়ে ২৬\১১ দিনটি এখনও প্রত্যক্ষদর্শীদের কাছে টাটকা, তাজা।
সেই ঘটনার অন্যতম এক প্রত্যক্ষদর্শী মুম্বইয়ের বাসিন্দা দেবিকা রোটওয়ান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলছিলেন, ওই দিন মুম্বই থেকে পুনে যাচ্ছিলেন তিনি। সিএসটি রেলষ্টেশনে তার সঙ্গে বাবা ও ভাই ছিলেন। হঠাৎ তাঁরা বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। একইসাথে গুলি ও বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা।
সেই মুহূর্তে বন্দুকধারি এক যুবক আমাকে খুব কাছ থেকে অনবরত গুলি করতে থাকে। আমার পেটে গুলি লাগে, ফলে তৎক্ষণাৎ আমি অচেতন হয়ে পড়ি। আমাকে কাছের বেসরকারি জেজে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসা চলে। চিকিৎসক দল ছটি সার্জারির পর আমার পেট থেকে গুলি বের করেন।