১ লাখ টাকা হয়ে গেল ১৫ লাখ! মালামাল...

শেয়ার বাজারে ধাক্কা খায় করোনা চলাকালীন। তেমনই একটি সংস্থা এখন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দারুণ ফল দেখাল। তিন বছরে ১,৪০০ শতাংশ উত্থান হয়েছে ওই সংস্থার শেয়ারের ক্ষেত্রে। মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
moneyn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: করোনার কারণে মহামারী চলার সময়ে শেয়ার বাজারে জোর ধাক্কা খেতে হয়েছিল। আর পাঁচটা সংস্থার মতো ধসে যায় শেয়ার বাজার। ২০২০ সালের মাঝামাঝি সময় প্রতিটি শেয়ারের দাম ১৬ টাকার স্তরে নেমে যায়। সেই অবস্থায় যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আজ মালামাল হবেন। কারণ গত তিন বছরে ১,৪০০ শতাংশের বেশি উত্থান দেখল টিডি পাওয়ারের শেয়ারের দাম। রিটার্ন দিল ১৫ গুণ টাকা। বিশেষজ্ঞরা দাবি করছেন যে দালাল স্ট্রিট বা শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের অন্যতম পছন্দের স্টক হয়ে উঠছে টিডি পাওয়ার (মাল্টিব্যাগার এনার্জি স্টক)। কেউ যদি তিন বছর আগে টিডি পাওয়ারের শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ তিনি ১৫ লাখ টাকা রিটার্ন পাবেন।