‘স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড’, অকপট মুখতার আনসারির ছেলে

হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির মৃত্যু প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন মুখতার আনসারির ছেলে উমর আনসারি।

author-image
Probha Rani Das
New Update
aassaqw1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মুখতার আনসারির ছেলে উমর আনসারি বলেন, “এটা (ময়নাতদন্ত) ওদের। আমি একটি চিঠি লিখেছি যে এটি দিল্লির এইমসের ডাক্তারদের করা উচিত। এখানকার চিকিৎসা ব্যবস্থা, সরকার ও প্রশাসনের ওপর আমাদের আস্থা নেই। তুমি জানো আমি কেন এই কথা বলছিপঞ্চনামা হয়ে গেছে। জেলাশাসককে সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাক তিনি কী সিদ্ধান্ত নেন। ময়নাতদন্ত শুরু হয়নিআমরা আশা করি যে আদালত আমরা যে সন্দেহগুলি প্রকাশ করছি তা তদন্তে সহায়তা করবে। আমরা আমাদের আইনি দলের সঙ্গে আলোচনা করব। আমরা নিশ্চিত যে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।” 

aassaqw.jpg

Add 1