নিজস্ব সংবাদদাতাঃ দেশের এক অন্যতম ধনকুবের হলেন মুকেশ আম্বানি। খবরের শিরোনামে প্রায়শই তিনি থাকেন। তবে এবার খবরের শিরোনাম ছিনিয়ে নিল আম্বানি পুত্র অনন্ত আম্বানি।
/anm-bengali/media/post_attachments/f02419c97a1c8da23c40d4f7dcaa9d1cbaa19bd8c0b248c9fdb49b16d01c3981.jpg)
অনন্ত আম্বানি শিরোনামে আসার পরেই তাকে ঘিরে প্রশংসার ঝড় উঠেছে। কেননা তিনি দেশের দুই বিখ্যাত মন্দিরকে দান করেছেন প্রায় পাঁচ কোটি টাকা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, অনন্ত আম্বানি পুরীর জগন্নাথ মন্দিরে আড়াই কোটি টাকা দান করেছেন। তারই সাথে তিনি পূর্ব ভারতের অসম রাজ্যের কামাখ্যা মন্দিরেও আড়াই কোটি টাকা দান করেছেন।
/anm-bengali/media/post_attachments/955ecd57cab690c3422d63fc434ee381cf1e78e82537d0db5abb4767ac705fe4.jpg)
পুরীর জগন্নাথ মন্দির এবং অসমের কামাখ্যা মন্দির এই দুটি ভারতীয় তীর্থস্থানের মধ্যে সবচেয়ে অধিক জনপ্রিয় এবং জাগ্রত। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে কথিত রয়েছে নানা রহস্যময় কাহিনী। অন্যদিকে কামাখ্যা মন্দিরেও সতী এবং শিবের দৈব শক্তির নানা অলৌকিক কাহিনী রয়েছে।
/anm-bengali/media/post_attachments/e57734ac9f3f8254862f3f3bacea4d1a6ebf82e0a3881515ef8175ed3370b0df.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)