মুকেশ আম্বানি মাথায় হাত , জিওর সর্বনাশ হতে চলেছে !

কি জানালেন জিওর অধিকর্তা ?

author-image
Adrita
New Update
এ বার আর্সেনাল কেনার জন্য আগ্রহী মুকেশ অম্বানী

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মন্দায় চলছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। সূত্র মারফত জানা গিয়েছে যে, আর্থিক মন্দায় চলছে জিও। জানা গিয়েছে যে, লক্ষাধিক টাকা খোয়াতে হয়েছে আম্বানিকে। 

দেশে ৩৪টি শহরে ৫জি পরিষেবা চালু করল জিও

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ২০২২ সালে শুরু হওয়া ৪জি বিএসএনএল নেটওয়ার্ক এবার ২০২৫ সালে ৫জি হতে চলেছে। প্রসঙ্গত, সম্প্রতিই সাফল্যের একাধিক মাইলফলক ছুঁয়েছে বিএসএনএল। বিগত দুই মাসেই বিএসএনএলের নতুন ৬৫ লক্ষ গ্রাহক যোগ হয়েছে। সাশ্রয়ী ট্যারিফে প্রতিযোগী রিলায়েন্স জিয়ো ও এয়ারটেল-কে টেক্কা দিচ্ছে বিএসএনএল।

আসামে এল জিও ৫জি পরিষেবা