নিজস্ব সংবাদদাতা: মুকেশ আম্বানি, তাঁর মা কোকিলাবেন, পুত্র আকাশ ও অনন্ত, পুত্রবধূ শ্লোক ও রাধিকা, নাতি-নাতনি পৃথ্বী ও বেদ, এবং বোন দীপ্তি সালগাওকার ও নিনা কোঠারি আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। তাদের সাথে ছিলেন মুকেশ আম্বানির শাশুড়ি পুনমবেন দালাল এবং ভগ্নিপতি মমতাবেন দালাল।