ভাষা নিয়ে উত্তাল তামিলনাড়ু! কেন্দ্রের বিরুদ্ধে উঠল বড় ধরনের অভিযোগ

তামিলনাড়ু ইস্যুতে মুখ খুললেন সাংসদ সুপ্রিয়া সুলে ।

author-image
Tamalika Chakraborty
New Update
supriya sule.jpg


নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের তরফে ভাষা নিয়ে যে নীতি নেওয়া হয়েছে, তার তীব্র বিরোধিতা করছে তামিলনাড়ু। তামিলনাড়ুর একাংশ অভিযোগ করেছেন, হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের জন্য তামিল ও ইংরেজি যথেষ্ঠ। এই প্রসঙ্গে এনসিপি-এসসিপি নেত্রী এবং সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, "প্রতিটি রাজ্যের নিজস্ব বিষয় রয়েছে যা অন্য রাজ্যের থেকে আলাদা। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সব সময় বলেছেন, তাঁদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া উচিৎ নয়। এই  বিষয়ে আলোচনা করা উচিত কেন্দ্র ও রাজ্যের।   তামিলনাড়ু সব সময় এর জন্য প্রস্তুত।  কেন্দ্রীয় সরকারের উচিৎ আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা।"