নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার ভারতীয় রেলের ‘কবচ’ নিয়ে প্রশ্ন উঠল। আর এবার এই নিয়ে প্রশ্ন তুললেন উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Train Accident) দুর্ঘটনার কালো ছায়া তাড়া করে বেড়াচ্ছে সকলকে। রাতের ঘুম উড়ে গিয়েছে সকলের। এরই মাঝে রেলের অ্যান্টি কলিশন ডিভাইস প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, ‘কেন্দ্রীয় সরকার 'কবচ' নিয়ে কথা বলেছে, কিন্তু তা নেই। তারা শুধু মিথ্যা আশ্বাস দেয়। মাধবরাও সিন্ধিয়া এবং লাল বাহাদুর শাস্ত্রী নৈতিকতার ভিত্তিতে পদত্যাগ করেছিলেন। বালাসোরের ট্রেন দুর্ঘটনা কি সরকার ও রেলমন্ত্রীর দায়িত্ব নয়?‘ দেখুন ভিডিও...