অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সাংসদ রশিদ ইঞ্জিনিয়ার, উচ্ছ্বাস কর্মীদের

জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।

author-image
Adrita
New Update
ড়

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সাংসদ রশিদ ইঞ্জিনিয়ার। সূত্র মারফত জানা গিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের জেলবন্দি বারামুলার নির্দল সাংসদ আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ ২০১৯ সাল থেকে এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। তবে তাকে আজ জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। 

Baramulla MP Engineer Rashid gets interim bail ahead of J&K polls –  Firstpost

তার জামিনের খবরে খুশী দলের লোকেরা। দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, চলতি লোকসভা নির্বাচনে উত্তর কাশ্মীরের বারামুলা কেন্দ্রে বিপুল ভোটে জিতে চমক দেখিয়েছেন রশিদ।

Explained: Is Rashid Engineer's Awami Ittehad Party BJP Proxy? Baramulla MP  Faces Allegations Amidst Political Turmoil News24 -