নিজস্ব সংবাদদাতা: কৌতুক অভিনেতা কুণাল কামরা একনাথ শিন্ডের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই শিবসেনা কর্মী সমর্থকরা কুণাল কামরার বাড়িতে হামলা করে। এই প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "প্রথমত, তাদের শিবসেনা বলা বন্ধ করা উচিত। তারা শিন্ডে সেনা যারা গুণ্ডামি করছে। সবাই জানে মহারাষ্ট্রের শিশুরাও শিণ্ডেকে কী বলে। সবাই জানে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী বলেছে। সবাই জানে কীভাবে রাজ্যপালের অপব্যবহার করা হয়েছিল। কিভাবে এই সরকার অসাংবিধানিকভাবে গঠিত হয়েছিল। কুণাল কামরা সত্য কথা বলেছেন এবং সেই কারণেই এটি তাদের আঘাত করেছে।"
/anm-bengali/media/media_files/2025/03/24/T9H9l7ab0KF03Nm44Ma1.JPG)
কুণাল কামরার ওপর হামলা... ওদের শিবসেনা বলা বন্ধ করুন! গর্জে উঠলেন সাংসদ
কুণাল কামরাকে নিয়ে এবার মন্তব্য করলে সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
নিজস্ব সংবাদদাতা: কৌতুক অভিনেতা কুণাল কামরা একনাথ শিন্ডের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই শিবসেনা কর্মী সমর্থকরা কুণাল কামরার বাড়িতে হামলা করে। এই প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "প্রথমত, তাদের শিবসেনা বলা বন্ধ করা উচিত। তারা শিন্ডে সেনা যারা গুণ্ডামি করছে। সবাই জানে মহারাষ্ট্রের শিশুরাও শিণ্ডেকে কী বলে। সবাই জানে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী বলেছে। সবাই জানে কীভাবে রাজ্যপালের অপব্যবহার করা হয়েছিল। কিভাবে এই সরকার অসাংবিধানিকভাবে গঠিত হয়েছিল। কুণাল কামরা সত্য কথা বলেছেন এবং সেই কারণেই এটি তাদের আঘাত করেছে।"