কমলনাথ কারোর কথা শুনছেন না, অভিযোগ মুখ্যমন্ত্রীর

এসপি এবং কংগ্রেস, এই দুই জোটের শরিকদের মধ্যে উত্তেজনা বেড়েছে।

author-image
SWETA MITRA
New Update
kamalnath

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে মধ্যপ্রদেশে বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক তাপ উত্তাপ আরও বাড়ছে। বারবার শিরোনামে উঠে আসছে কমলনাথ ও দিগ্বিজয় সিং-এর যুগলবন্দী। যাকে ঘিরে কিছুটা হলেও চাপে রয়েছে কংগ্রেস (Congress) দল বলে মনে করছে বিশিষ্ট মহল। এরই মাঝে বোমা ফাটালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তিনি আজ শনিবার বলেন, "কংগ্রেস এই নির্বাচন কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ  এবং কংগ্রেস বিধায়ক এবং দিগ্বিজয় সিংয়ের ছেলে জয়বর্ধন সিং-এর ভবিষ্যৎ-এর কথা ভেবে করেছে। মধ্যপ্রদেশে কমলনাথকে কংগ্রেসের টিকিট দেওয়ার জন্য ভোটাধিকার দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ভোটাধিকার গ্রহণের পর কমলনাথ কারোর কথা শুনছেন না, তিনি নকুলনাথকে প্রতিষ্ঠা করছেন, অন্যদিকে দিগ্বিজয় সিং জয়বর্ধনকে তৈরি করছেন।“  শুনুন তাঁর বক্তব্য...