নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, "আমরা জাত শুমারির বিরোধিতা করছি না, কিন্তু আমরা জাত শুমারির নামে সমাজকে বিভক্ত করে যে রাজনীতি করা হচ্ছে তার বিরোধিতা করছি৷ কংগ্রেস যেভাবে বিভাজন করে রাজনৈতিক সুবিধা নিতে চায়৷ সমাজ, এমন সুবিধা নেওয়া উচিত নয়, সমাজকে ঐক্যবদ্ধ করা উচিত নয়।"
দেশকে বিভাজন করা অভিযোগ বার বার বিজেপির তরফে কংগ্রেসের বিরুদ্ধে করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের নির্বাচনের প্রচারে বার বার অভিযোগ করেছেন, জাত-পাতের মাধ্যমে কংগ্রেস দেশকে ভাঙতে চাইছে। তিনি বলেন, একসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই দেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকতে পারবেন। কিন্তু ঐক্যবদ্ধ না থাকলে কংগ্রেস সহজেই দেশকে ভেঙে ফেলবে। কংগ্রেস দেশ বিরোধী বলেও তিনি উল্লেখ করেন।