কোটায় বেশির ভাগ পড়ুয়া অবসাদে ভুগছেন! কী বলছে রিপোর্ট

কোটায় পড়ুয়াদের সুবিধার জন্য সেপ্টেম্বরে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। গত দুই মাসে ৩৭৩টি অভিযোগ পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, কোটায় বেশিরভাগ পড়ুয়ারা অবসাদে ভুগছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
kota rajasthan.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের হাব বলা যেতে পারে কোটাকে। রাজস্থানের কোটায় সারা দেশ থেকে হাজার হাজার পড়ুয়া হাজির হয়। ঠিক সেইভাবে পড়াশোনার চাপ নিতে না পেরে কোটায় পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরে কোটার পড়ুয়াদের জন্য একটি হেল্প ডেস্ক চালু করা হয়। সেখানে গত দুই মাসে ৩৭৩টি অভিযোগ জমা পড়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অভিযোগের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে পড়ুয়ারা অবসাদে ভুগছে।  তাঁদের পেশাদার কাউন্সেলিং এবং চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।