নিজস্ব সংবাদদাতা: আজ বিকেল ৩টেয় বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোট। একে সংসদ সরগরম ১৪১ জন সাংসদের সাসপেন্ডের ঘটনায়, তার মধ্যে আবার সংসদের নিরাপত্তা লঙ্ঘনের প্রসঙ্গ। এই সব মিলে আজ ইন্ডিয়া জোটের বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ। সামনে লোকসভা নির্বাচনকে টার্গেট করে আজ আলোচনা হতে চলেছে একাধিক বিষয়।
এদিন এই প্রসঙ্গেই শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী আচরণের পরে এই বৈঠকটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা যেভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করছে, তা জনগণের জানা গুরুত্বপূর্ণ। জনগণকে জানানো প্রয়োজন যে আজ সংসদ বিজেপি বিরোধী সদস্যদের সাথে যা করছে, ভবিষ্যতে এটি তাদের সাথেও ঘটতে পারে। আজ যা সিদ্ধান্ত নেওয়া হবে সবার মতামত নিয়েই হবে”।