নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অসম সফর নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।
তিনি বলেছেন "আমরা তাঁকে স্বাগত জানাই, কিন্তু আমাদের একটা অনুরোধ আছে, অসম ও উত্তর-পূর্ব শান্তিতে আছে, দয়া করে এখানে কংগ্রেসের রাজনীতির বিষ ছড়াবেন না।
তিনি অসমের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার্ত ত্রাণ এলাকায় আসতে পারতেন, কিন্তু তিনি এলেন, টুইট করলেন এবং গেলেন। প্রধানমন্ত্রী মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নির্দেশনা, সমর্থন এবং সহায়তায় আমরা, সাধারণ মানুষ বন্যা ত্রাণের জন্য খুব কঠোর পরিশ্রম করছি।”