সকাল সকাল বড় খবর: গ্রেফতার করা হল বিজেপির রাজ্য সম্পাদককে

তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। ট্যুইট করে বিরোধিতা করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি।

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক এসজি সূর্যকে গ্রেফতার করা হয়েছে। চেন্নাইয়ের মাদুরাই জেলার সাইবার ক্রাইম পুলিশ গ্রেফতার করেছে এসজি সূর্যকে। মাদুরাইয়ের সাংসদ সু ভেঙ্কটেসনকে নিয়ে তার সাম্প্রতিক ট্যুইটের অভিযোগে এসজি সূর্যকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে এবার ট্যুইট করে প্রতিবাদ করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। তিনি বলেছেন, "বিজেপির রাজ্য সম্পাদক এসজি সূর্যের গ্রেফতার অত্যন্ত নিন্দনীয়। তার একমাত্র ভুল ছিল কমিউনিস্টদের বাজে দ্বৈত মনোবৃত্তিকে প্রকাশ করা"। এছাড়াও তিনি  মাদুরাইয়ের সাংসদ সু ভেঙ্কটেসনকে নিশানা করে বলেছেন, "বাক-স্বাধীনতা হ্রাস করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা এবং সামান্য সমালোচনার জন্য বিচলিত হওয়া একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার পক্ষে অযাচিত"। তিনি সু ভেঙ্কটেসনকে প্রকৃতপক্ষে একজন স্বৈরাচারী নেতা বলে দাবি করেছেন। তিনি আরও দাবি করেছেন, তামিলনাড়ু বর্তমানে আইনহীন জঙ্গলে পরিণত হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন স্বৈরাচারীদের কাছ থেকে অনুপ্রেরণা নেন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, "স্বৈরাচারীদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন রাজ্যটিকে একটি আইনহীন জঙ্গলে পরিণত করছেন"৷ তিনি হার না মানার বার্তা দিয়ে বলেছেন, "এই গ্রেফতার আমাদের নিরস্ত করবে না এবং আমরা সত্যের বাহক হয়ে থাকব"৷ উল্লেখ্য, তামিলনাড়ুতে বিজেপি ও ডিএমকে সরকারের মধ্যে বিরোধ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র তামিলনাড়ু নয় গোটা দেশ থেকে বিজেপিকে উৎখাতের লক্ষ্যে এগিয়ে চলছে ডিএমকে সরকার। ইতিমধ্যেই ডিএমকে দলের তরফে মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলির জোটের ক্ষেত্রে নিজের সহমত প্রকাশ করেছেন। এছাড়াও বিজেপির বিরোধিতায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তবে বিরোধী দলগুলির জোটকে পাত্তা দিতে নারাজ বিজেপির নেতা ও মন্ত্রীরা। বিজেপির তরফে পূর্বেই জানানো হয়েছে, একাধিক শূন্য মিলে শূন্যই হয়। যদিও বিরোধী দলগুলির দাবি একসাথে লড়াইয়ের মাধ্যমে কেন্দ্র থেকে বিজেপিকে সরানো সম্ভব। এছাড়াও তাদের দাবি, কেন্দ্রে বিজেপি সরকার দুর্নীতি করেছে মানুষ তাদের আর চাইছেনা এবং ২০২৪ সালে পতন হবেই বিজেপি সরকারের।