২৪ ঘণ্টা নয়, ২৫ ঘণ্টায় হবে দিন! চমকে দেওয়া খবর

সব হিসেবে পাল্টে দেবে এই তথ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
moon

নিজস্ব সংবাদদাতা: এবার এক নতুন দাবি করছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ধীরে ধীরে সরছে চাঁদ। এটি নাকি এবার পুরো প্রভাব ফেলবে পৃথিবীর উপর। সমীক্ষা থকে দেখা যায় যে প্রতি বছর পৃথিবী থেকে ৩ দশমিক ৮ সেন্টিমিটার দূরে যাচ্ছে চাঁদ। ফলে কিছুটা হলেও প্রভাবিত হচ্ছে পৃথিবীর দিনের সময়। ফলে এরপর ২৪ ঘন্টার জায়গায় ২৫ ঘন্টায় দিন হতে পারে।

একে অপরের সঙ্গে যে বলের দ্বারা পৃথিবী এবং চাঁদ একে অপরকে আকর্ষণ করে সেটাও পাল্টে যেতে পারে।