সময়ে নয়, দেশে দেরিতে আসছে বর্ষা! বাড়বে গরম?

গরমের পর এবার বর্ষার অপেক্ষায় দেশবাসী। কিন্তু অল্প অল্প বৃষ্টি হলেও গরমের দাপট কমছে না। তাই বর্ষা না আসা পর্যন্ত এই গরম কমবে না। কিন্তু এবার কবে আসতে চলেছে বর্ষা?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dr

নিজস্ব সংবাদদাতা: জানা গেল যে এই বছর দেশে দেরিতে আসতে পারে বর্ষা (Monsoon)। এদিকে আইএমডি (IMD) এখনও বর্ষা আগমনের কোনও সময়সূচি প্রকাশ করেনি। তবে জানা গেছে যে ২০২৩ সালে জমিয়ে বৃষ্টির (Rain) জন্য আরো অপেক্ষা করতে হবে। জুন মাসের মাঝামাঝি সময়ও বেশ গরম থাকবে দেশে। ১৮ মে থেকে উত্তর ভারতে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা যদিও রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Southwest Monsoon) কেরালা উপকূল (Kerala Coast) থেকে ভারতীয় উপমহাদেশে (Indian Subcontinent) প্রবেশ করে। এই প্রক্রিয়া সাধারণত ১ জুনের আশেপাশে শুরু হলেও আগামী ১৫ দিনের পূর্বাভাসে এমন কোনো লক্ষণ নেই।