মৌসুমী বায়ুর জের, উত্তর থেকে দক্ষিণে শুধুই এখন বৃষ্টি

এই সব এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rain photography

File Picture

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে গোটা দেশেই প্রবেশ করে গেছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণ সর্বদিকেই প্রভাব বিস্তার করেছে মৌসুমী বায়ু। ফলে কোথাও অতি ভারী তো কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। উত্তর দিকে 26°N/65°E-এ জয়সালমের, চুরু, ভিওয়ানি, দিল্লি, আলিগড়, কানপুর, গাজিপুর, গোন্ডা, খেরি, মোরাদাবাদ, দেরাদুন, উনা, পাঠানকোট, জম্মু পর্যন্ত বর্ষা প্রভাব বিস্তার করেছে। ফলে এই সব এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি।

GRJFTBlaEAAGzpw

পশ্চিম রাজস্থানের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল হয়েছে বৃষ্টির জন্যে। আগামী ২-৩ দিনের মধ্যে হরিয়ানার অবশিষ্ট অংশ, সমগ্র চণ্ডীগড় এবং পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মুর অবশিষ্ট অংশে বৃষ্টি নামবে বলেই জানা যাচ্ছে। এছাড়াও পশ্চিম উত্তর প্রদেশের আরও কিছু অংশে মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে। মধ্যপ্রদেশের অবশিষ্ট অংশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তর প্রদেশের আরও কিছু অংশে এর প্রভাব পড়বে বলেই জানা যাচ্ছে”। 

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

Adddd