নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় কংগ্রেস সাংসদের চেয়ারের নীচ থেকে টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। এরপরেই তুমুল হইচই পড়ে যায়। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখন ২২২ সিটের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সেই টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।
২২২ নম্বর সিটে বসেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেন, গতকাল তিনি ১২ টা ৫৭ মিনিটে সংসদে আসেন। একটার সময় তিনি ক্যান্টিনে যান। দেড়টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তাঁর পকেটে মাত্র ৫০০ টাকার নোট ছিল। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে, তা এখনও রাজ্যসভার তরফে জানানো হয়নি। তবে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যসভায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।