আর্থিক তছরুপের মামলা, ভোটের আগে ২ রাজ্যে চলছে ইডির নজরদারি

কেন্দ্রের এক সাধারণ চাল হিসেবেই মনে করছে বিজেপি বিরোধীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ জুড়ে এক ডজনেরও বেশি জায়গায় অভিযান চালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশের সাথে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায়।

বাংলাদেশী অনুপ্রবেশের সাথে যুক্ত এই আর্থিক তছরুপ মামলায় জড়িয়ে থাকতে পারে অনেক হেভিওয়েট ব্যক্তিত্ব, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়কে ভোটের আগে কেন্দ্রের এক সাধারণ চাল হিসেবেই মনে করছে বিজেপি বিরোধীরা।

Ed

এদিন ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে ইডির অভিযান সম্পর্কে, জেএমএম নেতা মনোজ পান্ডে বলেন, “আপনি নির্বাচনের আগে এই ধরনের মহড়া দেখেই থাকবেন। এই ধরনের অভিযান একটি বিবরণ সেট করার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় সংস্থাগুলি এখন পর্যন্ত যা কিছুই করেছে, কিছুতেই সাফল্য লাভ করেনি। তারা কিছুই খুঁজে পায়নি, কিছু প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু কেন্দ্রীয় সরকারের চাপের কাছে এই ভাবে মাথা নত করতে হচ্ছে অনেককেই, কিন্তু কেন্দ্রের কোনও লাভ হচ্ছে না। এই সত্যকে আবারও বিজেপিকে মেনে নিতে হবে”।

enforcement ed.jpg