ফ্লোর টেস্টের প্রহর গুনছেন ঝাড়খণ্ডের বিধায়করা

সোমবার একেবারে বিধানসভায় ফিরবেন ৪৩ জন বিধায়ক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jmm-mla-shifter-to-hyderabad-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডে আগামী সোমবার রয়েছে বিধায়কদের ফ্লোর টেস্ট অর্থাৎ তাঁদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা। যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তাই কালই ৪৩ জন বিধায়ককে নিয়ে নব্য মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন পাড়ি দিয়েছেন হায়দ্রাবাদে। সোমবার একেবারে বিধানসভায় ফিরবেন তারা। কংগ্রেস বিধায়কদের ফ্লোর টেস্টের আগে হায়দ্রাবাদে স্থানান্তরিত করার বিষয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন রাজ্য দলের সভাপতি রাজেশ ঠাকুর।

এদিন তিনি বলেন, “যখন 'চৌকিদার' 'চোর' হয়ে যায়, তখন একজনকে তার নিজের লোকদের থেকে সতর্ক থাকতে হয়। সুতরাং, এতে কোনও সমস্যা নেই। অনেক সংগ্রামের পর আমরা এত বড় জয় পেয়েছি। বিধায়করা যখন একসঙ্গে থাকতে চান এবং আস্থা ভোটের মুখোমুখি হতে চান, তাতে সমস্যা কী? আপনি দেখেছেন যে সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যেই ধরা পড়েছে বিধায়কদের মধ্যে। তাই আমরা কৌশল অনুসারে এটি করছি। আমরা এই কৌশল থেকে উপকৃত হয়েছি এবং আমরা ভবিষ্যতেও উপকৃত হব। যখন একজন মুখ্যমন্ত্রী তার নিজের বিধায়কদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন, যেমনটা আমরা বিহারে দেখলাম, তাই সেই রকম ঘটনার জন্যে আগাম সতর্ক থাকা উচিত”।

 

স্ব

স

স