প্রায় ৫০০ মিটার উচ্চতায়! মুহূর্তরা বন্দি হল দিলীপ ঘোষের ফোনে

কোথায় দিলীপ ঘোষ? কী করছেন? দিলেন আপডেট।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : কন্যাকুমারীতে বিবেকানন্দরকে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক্স হ্যান্ডেলে তারই কয়েক ঝলক শেয়ার করে বিজেপি নেতা লিখেছেন, ''কন্যাকুমারীতে পবিত্র বিবেকানন্দরক দেখার সৌভাগ্য হয়েছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। স্বামী বিবেকানন্দ ১৮৯২ সালের ডিসেম্বরে এখানে এসেছিলেন এবং দীর্ঘ ধ্যানের জন্য এই পাথরে বসেছিলেন।এখানে বসে তিনি ভরতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ ও কঠিন চিন্তা করেছিলেন। এত বছর পর, আজও যখন আমরা এই জায়গায় আসি, আমরা অনুভব করতে পারি তাঁর ত্যাগ, ভক্তি।''

 

 

hiring 2.jpeg