'আপ এবং কংগ্রেসের মহব্বত কি দুকান', পাল্টা জবাব হরদীপ সিং পুরীর

ফের রাজনীতিতে খড় পোড়ানো ইস্যু! এবার কেজরিওয়ালের পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

author-image
Pallabi Sanyal
New Update
ংম্

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : খড় পোড়ানো নিয়ে নতুন করে শুরু রাজনৈতিক তরজা। খড় পোড়ানো ও তার থেকে সৃষ্ট দূষণে এমনিতেই জর্জরিত রাজধানী দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলি। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কথায়, খোড় পোড়ানো হ্রাস করা নিয়ে আপের পদক্ষেপে অনেকটাই কমেছে খড় পোড়ানো। পাঞ্জাবে ৩০ শতাংশ কমেছে খড় পোড়ানো। গুরুত্বপূর্ণ ভূমকা নিয়েছে মান সরকার। খড় থেকে বিদ্যুৎ, সার তৈরির কথাও বলেন তিনি। এবার পাল্টা মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন,"আগে তারা (এএপি) প্রতিবেশী রাজ্য সরকারগুলিকে দোষারোপ করত কিন্তু এখন পাঞ্জাবে তাদের সরকার রয়েছে। আমরা আমাদের নিজস্ব উপায়ে সাহায্য করছি। আমরা খড় থেকে ইথানল তৈরি করছি।''
অন্যদিকে,কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরার গ্রেফতারিকে ''এএপি এবং কংগ্রেসের মহব্বত কি দুকান বলে কটাক্ষ করেছেন।'' পাঞ্জাবে 'ইন্ডি'য়া জোট ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

 

 

 

hiring.jpg