দেশের নেতৃত্ব হতাশায় ভুগছে! কেন এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদী

বিজেপির তরফে মোদীর বক্তব্য এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। সেখানে প্রধানমন্ত্রী বলেন, আগের নেতৃত্বরা লালকেল্লার প্রাচীর বলেছিল, ভারতীয়রা কঠোর পরিশ্রম করতে পারে না। ভারতীয়দের নিজেদের ওপর বিশ্বাস নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
narendraa mdoii pmm.jpg

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য তুলে ধরা হয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "যারা কয়েক দশক ধরে সরকার পরিচালনা করেছেন তারা ভারতীয়দের ক্ষমতায় বিশ্বাস করত না। তারা ভারতীয়দের অবমূল্যায়ন করেছে। লাল কেল্লার প্রাচীর থেকে বলা হয়েছিল যে ভারতীয়রা হতাশাবাদী এবং নিজেদেরকে বিশ্বাস করে না। তারা কঠোর পরিশ্রম থেকে বিরত থাকে। দেশের নেতৃত্ব যখন হতাশাবাদী, তখন দেশকে নিয়ে আশা করা সম্ভব নয়।"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg