নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন 2024-এ অংশগ্রহণের জন্য প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি চন্দ্রপুর জেলার গদচিরোলিতে এক সভায় বলেন, "গদচিরোলি বহু বছর ধরে নকশালবাদী সমস্যায় ভুগছিল, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে।" তিনি আরও জানান, "ছত্তিশগড়ে নকশালবাদী কার্যক্রম আগামী 31 মার্চ, 2026-এর মধ্যে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে।"
অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী মোদি দেশের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নির্মূলের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের লক্ষ্য দেশকে সন্ত্রাসবাদ ও নকশালবাদ মুক্ত করা।" তিনি সরকারের কঠোর পদক্ষেপের মাধ্যমে দেশের শান্তি এবং উন্নতির প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।