মরিশাসের প্রধানমন্ত্রীকে ২ বিশেষ উপহার মোদীর- গায়ে কাঁটা দেবে

মরিশাসের প্রধানমন্ত্রীকে ২ বিশেষ উপহার মোদীর।

author-image
Aniket
New Update
c

 

 

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের রাষ্ট্রপতি ধরম গোখুলকে দুটি বিশেষ উপহার দিয়েছেন। পিতল ও তামার পাত্রে করে প্রথমে মহাকুম্ভের পবিত্র সঙ্গম জল উপহার দিয়েছেন, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের রাষ্ট্রপতি ধরম গোখুলকে বিহারের একটি সুপার ফুড 'মাখানা' উপহার দিয়েছেন।