বারাণসীতে প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা প্রার্থী হলে মোদী হেরে যেতেন! বিস্ফোরক রাহুল

রায়বরেলিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনওভাবে বারাণসীতে জয় পেয়েছেন।"

author-image
Tamalika Chakraborty
New Update
rahul ghkl2.jpg



নিজস্ব সংবাদদাতা: রায়বরেলিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনওভাবে বারাণসীতে জয় পেয়েছেন। বারাণসী থেকে যদি আমার বোন প্রার্থী হতেন, তাহলে তিনি সেখানে জিতে যেতেন।"

modi29mo

 

 tamacha4.jpeg