নিজস্ব সংবাদদাতা: আজ রাখীবন্ধন। এই উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/post_attachments/934ee9a6b4e7b9414d8c9fb021759f858fa717234bf85c1dc9a9d5a9f93403b4.jpg)
'ভাই ও বোনের মধ্যে অপরিসীম ভালবাসার প্রতীক এই উৎসব রাখিবন্ধনে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা'।

এরপরে তিনি লেখেন, 'এই পবিত্র উৎসব আপনার সম্পর্কের মধ্যে নতুন মাধুর্য এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক'।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2018/08/modi-rakhi-2.jpg)