নেতাজির মত করেই ভারত গড়তে চাইছেন মোদী, জানালেন নিজেই

গোটা দেশজুড়েই ২৩ জানুয়ারি দিনটি পালিত হয় পরাক্রম দিবস হিসেবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pm netaji.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। নেতাজির দেখানো পথই আজ অনুসরণ করছে গোটা দেশ। নেতাজির সেই চেতনাকেই আজ স্মরণ করছে মানুষ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সুভাষ চন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অতুলনীয়। আজাদ হিন্দ ফৌজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী স্বাধীনতা সংগ্রামী বোসকে স্মরণ করে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক। 

netaji

নেতাজি জয়ন্তী বা নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী, দেশজুড়ে ‘পরক্রম দিবস’ নামেও পরিচিত। গোটা দেশজুড়েই ২৩ জানুয়ারি দিনটি পালিত হয় পরাক্রম দিবস হিসেবে।

এদিন তাই নেতাজিকে স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “আজ, পরাক্রম দিবসে, আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অতুলনীয়। তিনি সাহস ও দৃঢ়তার প্রতীক। তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের কাজ করার সময় অনুপ্রাণিত করে চলেছে। তিনি যে ভারত কল্পনা করেছিলেন তা গড়ার দিকে আমরা এগিয়ে চলেছি”।

netaji