নিজস্ব সংবাদদাতা: ফের একবার উত্তর প্রদেশের মহিলাদের জন্যে মাষ্টার স্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার থেকে যেকোনও অনুষ্ঠানের ক্যাটারিং সার্ভিসে মহিলারাও থাকবেন কাঁধে কাঁধ মিলিয়ে। খাবার পরিবেশন করবেন দায়িত্বের সাথে। এদিন কার্যত এমনই গুরু দায়িত্ব উত্তর প্রদেশের মহিলাদের কাঁধে চাপিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের তার সংসদীয় এলাকা বারাণসীর একটি গ্রামীণ এলাকা সেবাপুরিতে ভিক্সিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন। সেখানেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে কথা বলেন মোদি। তাঁদের সাথে কথা বলার সময় মোদি বলেন যে, “যেকোনও অনুষ্ঠান বাড়িতে দেখা যায় এখন বুফে সিস্টেমের চল অনেক বেশি। কিন্তু সেখানে এমন বহু ধরনের মানুষ থাকে, যারা প্লেটে বেশি বেশি করে খাবার নিয়ে রাখে, পরে পাবে না এই চিন্তা করে। কিন্তু সেই খাবার খেতে না পেরে নষ্ট হয়। তাই এদিন মোদি যোগী রাজ্যের মহিলাদের কাঁধে এই গুরু দায়িত্ব দেন, যে তারা যদি সুন্দর ড্রেস কোড বহন করে সেই খাবার পরিবেশন করেন, তাহলে হয়তো বহু খাবার অপচয়ের হাত থেকে বাঁচবে। মানুষ তাঁদের প্রয়োজনীয় খাবারটুকুই পাবে, আর তারাও তাঁদের সন্তানদের জন্যে খাবার নিয়ে যেতে পারবে বাড়িতে”। এদিন মোদি এই প্রস্তাব যোগীকেও দেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে এই ধরনের ড্রেস পায় এবং এই ভাবে নতুন উদ্যোমে কাজ করতে পারে।
আসলে কথায় আছে মহিলাদের মধ্যে একজন মা থাকে। আর সেই মা সব বুঝতে পারে। একজন মানুষ অনুষ্ঠান বাড়িতে কতোটা খাবার খেতে পারবেন, তা একজন মহিলা খুব ভালো করে আন্দাজ করতে পারে। তাহলে এই আন্দাজের জোরে খাবার নষ্ট হবে না। আর গরীব-দারিদ্ররাও একদিন পুষ্টি যুক্ত খাবার পাবেন।