নিজস্ব সংবাদদাতা: 'মোদী উপাধি' (Modi surname) মামলা থেকে এখনও রেহাই পাননি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার গুজরাত হাইকোর্টের (Gujarat High Court) দ্বারস্থ হলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী। মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত মাসে কংগ্রেস নেতাকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। শনিবার রাহুল গান্ধী তার সরকারি বাংলো খালি করে দিয়েছিলেন। ২০১৯ সালে কর্ণাটকের কোলারে মোদী উপাধি নিয়ে মন্তব্য করার জন্য মানহানির মামলায় সুরাটের একটি আদালতের তরফে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পরে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে গিয়েছিলেন। কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।