নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় জবাবী ভাষণ পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুর ২টোয় রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব পেশ করছেন মোদি। আর সেখানেই কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। ব্যঙ্গাত্বক ভাষাতেই খাড়গের ভাষণের জবাব দিলেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সেদিন আমি এটা বলতে পারলাম না, কিন্তু আমি খাড়গে’জির প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেদিন খুব মনোযোগ ও আনন্দের সাথে তাঁর কথা শুনছিলাম। লোকসভায় আমরা যে বিনোদনের অভাব বোধ করছিলাম তা পূরণ হয়েছিল তার দ্বারা। মনে হচ্ছিল, লোকসভায় রসিকতার পরিবেশ পূরণ করছেন তিনি। সেদিন অনেকক্ষণ ধরে নিজের বক্তব্য পেশ করেছিলেন খাড়গেজি। আমি বসে বসে সেটাই ভাবছিলাম, আজ এমন কি নেই যার জন্যে তাঁকে কেউ বাধা দিচ্ছে না? তারপর বুঝলাম, আজ দু’জন কমান্ডো নেই…”।