নিজস্ব সংবাদদাতা: বিজেপি সংখ্যালঘু মোর্চা দরিদ্র মুসলিমদের 'সৌগত-এ-মোদী' কর্মসূচির মাধ্যমে উপহার বিতরণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের সকল মানুষের স্বার্থে কাজ করেন। তিনি ব্যক্তির চাহিদা অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী সকলের জন্য এবং সকলের কল্যাণের জন্য কাজ করেন।"
/anm-bengali/media/media_files/D9SYFkSrr15ZREYsmKVX.jpg)