নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে মণিপুর নিয়ে বিশেষ কোনও পদক্ষেপের কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রায় দু'ঘণ্টার বক্তৃতায় বিরোধীদের 'দুর্বলতা' নিয়ে রসিকতা করার বিন্দুমাত্র সুযোগ ছাড়েননি তিনি। বিরোধীদের আনা অনাস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে এমনিতে লোকসভার নেতা হিসাবে তাঁকে গুরুত্ব দেন না বিরোধীরা। তবে একটা ব্যাপারের জন্য তাঁদের ধন্যবাদ জানালেন মোদি। দাবি করেন যে বিরোধী জোটকে ২০১৮ সালে একটা কাজ দিয়েছিলেন যা হল ২০২৩ সালে তাঁর সরকারের বিরুদ্ধে ফের অনাস্থা আনার। সেইবার সেটা করলেও এবার নাকি একটু হতাশ করেছেন তাঁরা মোদিকে। মোদির দাবি যে এবার কোনও প্রস্তুতি নিয়ে আসেননি তাঁরা। পরের বার আরেকটু হোমওয়ার্ক করে আসার নিদান দিলেন মোদি। ২০২৯ সালের লোকসভা ভোটের আগে আবার ২০২৮ সালে অনাস্থা আনার আগে আরেকটু হোমওয়ার্ক করতে বললেন মোদি।
প্রধানমন্ত্রীর কথাবার্তায় স্পষ্ট তিনি যে শুধু ২০২৪ ক্ষমতায় ফেরার ব্যাপারে নিশ্চিত তাই নন, ২০২৯ সালেও ক্ষমতায় আসতে পারেন এই ব্যাপারে নিশ্চিত।