'আজ আমার শেষদিন'! হঠাৎ বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সেখানে গিয়েছিলেন নির্বাচনের প্রচার করতে। রইল এই নিয়ে বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
moditelangana

নিজস্ব সংবাদদাতা: মেহেবুবাবাদে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী কেসিআর সরকারকে আক্রমণ করলেন। আজ তিনি বলেন, 'আপনারা, সাধারণ মানুষ ভগবানের এক রূপ। আজ বিপুল সংখ্যায় আপনারা এসেছেন এবং বিজেপিকে আশীর্বাদ দিচ্ছেন এর অর্থ হলো তেলেঙ্গানা রাজ্যে এক নতুন ইতিহাস তৈরীর দিকে এগোচ্ছে। আজ তেলেঙ্গানায় এটা আমার তৃতীয় দিন এবং নির্বাচনের আগে জনসভার শেষ দিন। এই সময়ের মধ্যে আমার সুযোগ হয়েছিল বিপুল সংখ্যক মানুষের সঙ্গে দেখা করা এবং কথা বলার। তেলেঙ্গানার মানুষ নিজেদেরকে তৈরি করে নিয়েছে কেসিআর সরকারকে উপড়ে ফেলে দিতে'।

hiring.jpg