নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার পুরসভা নির্বাচনেও বিরাট মাত্রায় জয়লাভ করেছে বিজেপি। ১০টি আসনের মধ্যে ৯টিই গেছে বিজেপির ঝুলিতে। এখানেও কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।
/anm-bengali/media/media_files/2024/11/17/NIqPZ67NNAdeKsZWp3Mr.jpg)
এতো বড় মাত্রায় জয়লাভ করায় এদিন প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, “হরিয়ানার পৌর নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য আমি হরিয়ানার আমার পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এই জয় রাজ্যে নায়াব সাইনির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি জনগণের অটল বিশ্বাসের বহিঃপ্রকাশ। আমি রাজ্যের জনগণকে আশ্বস্ত করছি যে তাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণে আমরা কোনও কসরত রাখব না। দলের জন্যে নিবেদিত প্রাণ, কর্মীদের কঠোর পরিশ্রম এই মহান জয়ে বড় ভূমিকা পালন করেছে। যার জন্য আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ”।