মোদি ওবিসি অন্তর্ভুক্ত, দেশবাসীকে মিথ্যে বলছেন?

সম্পূর্ণ বিষয় দেশের কাছে তুলে ধরলেন বিহারের জেডিইউ নেতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Narendra+Modi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের জন্যে নেতা-মন্ত্রীদের কি না করতে হয়! এমনটা অন্তত দেশের প্রত্যেকটা মানুষই জানেন। অনেক পথ পেরিয়ে একটি গুরুত্বপূর্ণ পদ পাওয়া যায়। ফলে সেই পদে টিকে থাকতে প্রয়োজন স্ট্র্যাটেজি।

এবার এই সব বিষয়ই দেশের কাছে তুলে ধরলেন বিহারের জেডিইউ নেতা নীরজ কুমার। আসলে তার প্রসঙ্গে ধরা পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছেন নরেন্দ্র মোদি নাকি নিজেকে ওবিসি জাতিভুক্ত বলে দাবি করেছেন। আর যা নিয়ে প্রতিবাদ করছেন এই জেডিইউ নেতা।

তাঁর কথায়, “যদি নরেন্দ্র মোদীর জাত মোধ, ঘাঞ্চি হয়, তবে তিনি সামাজিক বা শিক্ষাগতভাবে পিছিয়ে ছিলেন না। তাহলে নরেন্দ্র মোদী কীভাবে নিজেকে ওবিসি-তে অন্তর্ভুক্ত করলেন? কীভাবে সেই জাতি ওবিসি-তে অন্তর্ভুক্ত হল? কখনও সামাজিক বা অর্থনৈতিক সমীক্ষা করা হয়েছে? সেই সমীক্ষার রিপোর্ট কোথায়? নরেন্দ্র মোদি একজন 'ভোট কা সওদাগর' এবং তিনি কনৌজে বলেছিলেন যে তিনি ওবিসি ক্যাটাগরির থেকে এসেছেন”।

 

জেডিইউ নেতা আরও বলেছেন, “যেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তার জাত ও সম্প্রদায়ের লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসিতে। তিনি একজন 'ভোট কা সওদাগর' এই কারণেই তিনি জাতপাত ভিত্তিক আদমশুমারি চান। কারণ তিনি একজন অগ্রগামী শ্রেণী থেকে এসেছেন, এটি তার পূর্বপুরুষদের দ্বারাও দাবি করা হয়েছিল। অবশ্য যদি জাতি ভিত্তিক আদমশুমারি হয়, তাহলে নরেন্দ্র মোদি কীভাবে প্রতারণা করেছেন সে সম্পর্কে তার সামাজিক সত্যতা সবার সামনে চলে আসবে”।

“আমরা বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই আমাদের অভিযোগ সত্য কিনা। তিনি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা? তার জাত ওবিসিতে অন্তর্ভুক্ত করেছেন কিনা? প্রধানমন্ত্রী মোদি মিথ্যা বলছেন। ২৭ এপ্রিল, ২০১৯-এ, পিএম মোদি কনৌজে একটি জনসভায় বলেছিলেন যে তিনি ওবিসি বিভাগের অন্তর্গত, যা সম্পূর্ণ মিথ্যা”। এই বিষয়টির তীব্র নিন্দা করছেন তারা, বলেও জানিয়েছেন জেডিইউ নেতা।

hiren