নিজস্ব সংবাদদাতা: ক্ষমতায় আসার পর থেকে নাগরিকদের জন্য একাধিক সুবিধা দিচ্ছে মোদী সরকার। আনা হয়েছে কিছু নতুন প্রকল্পও। ভারতের কৃষকদের অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য চার বছর আগে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা স্কিম চালু করা হয় যার অধীনে চাষিদের বার্ষিক ৬,০০০ টাকা কিস্তি আকারে দেওয়া হয়।
আপনি যদি গত ২৭শে জুলাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়ে থাকেন এবং পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করেন তাহলে এই প্রতিবেদনটি পড়া আপনার জন্য অত্যন্ত জরুরি। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কিষাণ যোজনার ১৫তম কিস্তির তারিখ ঘোষণা করেছেন। দীপাবলির উপহার হিসেবে এই টাকা উত্সবের মধ্যেই অ্যাকাউন্টে চলে যাবে বলে সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে। আগামী ১৫ই নভেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সেই টাকা।