নিজস্ব সংবাদদাতা: গত ৪ মে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বিমান বাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে বিজেপি-বিরোধী দলগুলির মধ্যে।
এদিন আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব বলেন, “তারা শুধু মানুষকে একে অপরের সাথে যুদ্ধ করতে বাধ্য করেছে, হিন্দু-মুসলিম পার্থক্য সৃষ্টি করেছে। কার জন্যে শহীদ হচ্ছেন জওয়ানরা? মোদি জির জন্যেই হচ্ছে এই সব। আগে কোথায় এতো শহীদের ঘটনা ঘটত?”