কাজে এল মোদী-মাস্ক সাক্ষাৎ, লাভবান হবেন এবার ভারতীয়রা

টেসলা ১৩টি পদের জন্য নিয়োগ করছে, যার মধ্যে রয়েছে গ্রাহক সংযোগ ও ব্যাক-এন্ড কার্যক্রমের দায়িত্বশীল পদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gjr7awnacAAAypu

File Picture

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতিই টেসলা কর্তা ইলন মাস্কের সাথে এক পারিবারিক আলাপচারিতা সারেন নরেন্দ্র মোদী। সেখানে মাস্কের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বেশ এক আনন্দদায়ক বৈঠক সারেন তারা। আর সেই বৈঠকের পরই ভারতীয়দের জন্যে ভাগ্য ঘুরতে চলেছে। যে সংস্থায় কাজ করা এক সময় স্বপ্ন ছিল, সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হতে চলেছে ভারতীয়দের জন্যে।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ইনকর্পোরেটেড ভারতীয় বাজারে প্রবেশের লক্ষ্যে কর্মী নিয়োগ শুরু করেছে। কোম্পানির লিঙ্কডইন পেজে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, টেসলা ১৩টি পদের জন্য নিয়োগ করছে, যার মধ্যে রয়েছে গ্রাহক সংযোগ ও ব্যাক-এন্ড কার্যক্রমের দায়িত্বশীল পদ।

মুম্বাই ও দিল্লিতে নিয়োগ
বিভিন্ন পদের মধ্যে কমপক্ষে পাঁচটি পদের জন্যে দিল্লি ও মুম্বাই উভয় শহরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। যার মধ্যে রয়েছে – 

১ পরিষেবা প্রযুক্তিবিদ
২ বিভিন্ন উপদেষ্টা পদ
৩ গ্রাহক ব্যস্ততা ব্যবস্থাপক (Customer Engagement Manager)
৪ ডেলিভারি অপারেশন বিশেষজ্ঞ (Delivery Operations Specialist)

modi musk.jpg

ভারতের ইভি বাজারে টেসলার সম্ভাবনা
ভারত ও টেসলার মধ্যে ভারতীয় বাজারে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও, উচ্চ আমদানি শুল্কের কারণে টেসলা এতদিন অপেক্ষা করছিল। তবে, ভারত সরকার ৪০,০০০ ডলারের বেশি দামের গাড়ির আমদানি শুল্ক ১১০% থেকে কমিয়ে ৭০% করেছে, যা টেসলার প্রবেশের পথ অনেকটাই সহজ করেছে।

টেসলার ভারতীয় বাজারে প্রবেশ দেশের ইভি শিল্পের জন্য বড় একটি মাইলফলক হতে পারে। তবে, ভারতীয় ক্রেতাদের টেসলার উচ্চমূল্যের গাড়িগুলোর প্রতি কতটা আগ্রহ থাকবে এবং স্থানীয় উৎপাদন কবে শুরু হবে, সেটাই এখন দেখার বিষয়। 

Gjr7dQha4AI8qBh