নিজস্ব সংবাদদাতা : স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সেই ধারা আজও অব্যাহত। স্বচ্ছতা অভিযানের মাধ্যমে দেশকে আবর্জনা মুক্ত করার অঙ্গীকার নিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রী। গান্ধীজির পথেই হাঁটছেন মোদী! কেন্দ্রীয় মন্ত্রীর কথায় লোকসভার আগে বাড়ছে জল্পনা। একদিন, একঘন্টার শ্রমদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদ্বীপ সিং পুরী। কোপার্নিকাস মার্গের প্রিন্সেস পার্কে অস্থায়ী বসতিতে আবর্জনা কুঁড়োতে দেখা যায় তাকে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "এই 'স্বচ্ছতা অভিযান' মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী দেশকে পরিষ্কার করার জন্য একটি রেজোলিউশন নিয়েছিলেন। এটি একটি খুব উদ্ভাবনী বিষয় যে আজ এত মানুষ একসঙ্গে শ্রমদান করেছেন। "