মধ্যপ্রদেশ যাওয়া হচ্ছে না মোদীর

আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, যে কারণে স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যপ্রদেশ সফর। আগামী মঙ্গলবার একাধিক কর্মসূচি নিয়ে মধ্যপ্রদেশে যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেল তাঁর সফর। 

author-image
Ritika Das
New Update
modi3.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। যে কারণে স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর মধ্যপ্রদেশ সফর। আগামী মঙ্গলবার, ২৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যপ্রদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই, সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিলেন, আগামী ২৭ জুন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যে কারণে প্রধানমন্ত্রী মোদীর লালপুর ও পাকারিয়া সফর স্থগিত করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, মঙ্গলবারের সফর স্থগিত হলেও শীঘ্রই প্রধানমন্ত্রীর মধ্যপ্রদেশ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে। লালপুর ও ভোপালে মোদীর যে কর্মসূচি রয়েছে, তাতে কোনও পরিবর্তন করা হবে না।