নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিতে চলেছেন বড় পদক্ষেপ। তিনি তরুণদের সঙ্গে দিন কাটাবেন এবং বিকশিত ভারতের অঙ্গীকারকে আরও দৃঢ় করবেন।
তিনি বলেছেন, "ভারতের যুবশক্তির প্রতি শ্রদ্ধা! আগামীকাল, ১২ জানুয়ারী, একটি খুব বিশেষ দিন কারণ এটি স্বামী বিবেকানন্দের জয়ন্তী৷ এই উপলক্ষে, আমি আমার তরুণ বন্ধুদের সাথে বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ-এ পুরো দিন কাটাব। কথোপকথন এবং মধ্যাহ্নভোজনে, আমরা একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।"